বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৪১/৫ (তামিম ৩৯, নাঈম ৪৩, লিটন ১২, মাহমুদউল্লাহ ১৯*, আফিফ ৯, সৌম্য ৭, মিঠুন ৫*; ইমাদ ৩-০-১৫-০, আফ্রিদি ৪-০-২৩-১, হাসনাইন ৪-০-৩৬-০, রউফ ৪-০-৩২-১, মালিক ১-০-৬-০, শাদাব ৪-০-২৬-১)
পাকিস্তান: ১৯.৩ ওভারে ১৪২/৫ (বাবর ০, এহসান ৩৬, হাফিজ ১৭, মালিক ৫৮*, ইফতিখার ১৬, ইমাদ ৬, রিজওয়ান ৫*; শফিউল ৪-০-২৭-২, মুস্তাফিজ ৪-০-৪০-১, আল আমিন ৪-০-১৮-১, সৌম্য ২.৩-০-২২-০, আমিনুল ৪-০-২৮-১, আফিফ ১-০-৬-০)
ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী
ইমাদকে ফেরালেন আল আমিন
ম্যাচ জুড়ে দারুণ বোলিং করলেও সাফল্য মিলছিল না। অবশেষে দেখা মিলল উইকেটের। ইমাদ ওয়াসিমকে বোল্ড করে দিলেন আল আমিন হোসেন।
স্লোয়ার শর্ট বল পুল করতে চেয়েছিলেন ইমাদ। বল খুব একটা উঁচুতে ওঠেনি; ব্যাটে-বলে করতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। আঘাত হানে স্টাম্পে।
৪ বলে এক চারে ৬ রানে ফিরেন ইমাদ। পরের বলে মিলতে পারত আরেক উইকেট। একটুর জন্য এক্সট্রা কাভারের ফিল্ডারের হাতে যায়নি মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ।
১৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৩৬/৫। জয়ের জন্য শেষ ওভারে স্বাগতিকদের চাই ৫ রান।
313 total views, 1 views today