কোড অব কনডাক্ট (আচরণবিধি) না মানলে বিদেশি কূটনীতিকদের বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ অভিমত দেন।
রাজধানীর দুই সিটি করপোরেশনের নির্বাচনের আগে সম্প্রতি যুক্তরাজ্য হাইকমিশনারের বাসায় ঢাকায় কর্মরত কূটনীতিকেরা বৈঠক করেছেন। এ নিয়ে জানতে চাইলে এ কে আব্দুল মোমেন বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক যে এ দেশে বিভিন্ন দূতাবাস অনেক সময় আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়। তারা তাদের কাজ বাদ দিয়ে এটা করে। এটা সমীচীন নয়।’
171 total views, 1 views today