গত মাসে ইরাকে মার্কিন দু’টি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ৬৪ সেনা সদস্য মস্তিষ্কের হালকা আঘাতজনিত সমস্যার চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে পেন্টাগন। এ নিয়ে তিন দফায় ইরানি হামলায় মার্কিন সেনা আহতের সংখ্যা বাড়াল যুক্তরাষ্ট্র।
গত মাসে মধ্যপ্রাচ্যে দুই চিরবৈরী যুক্তরাষ্ট্র ও ইরানের চরম উত্তেজনার সময় ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। প্রথমে কোনও মার্কিন সেনা আহত হয়নি বলে জানানো হলেও পরে দু’বার বিবৃতি দিয়ে সেনা সদস্যরা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মস্তিষ্কের সমস্যায় ভুগছেন বলে নিশ্চিত করে পেন্টাগন।
137 total views, 1 views today