নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সাইনবোর্ড এলাকায় একই পরিবারের দুই শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে এই আগুন লাগে।
দগ্ধ ব্যক্তিরা হলেন কিরণ মিয়া (৪৫), আবুল হোসেন (২৫), হিরন মিয়া (২৫), কাওছার (১৬), মুক্তা (২০), নুরজাহান (৬০), আপন (১০) ও লিমা (৩)।
দগ্ধ ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
ওই পরিবারের স্বজন ইলিয়াস জানান, ঘুম থেকে উঠে সিগারেটের ধরানোর জন্য আগুন ধরালে পুরো ঘরে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, গ্যাস লাইন লিকেজ থেকে আগুন লেগে থাকতে পারে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া অগ্নিকাণ্ডের বিষয়টি জানিয়েছেন।
414 total views, 1 views today