ইরাকের রাজধানী বাগদাদের গ্রিনজোনে এবার তিনটি রকেট ছোড়া হয়েছে। তার মধ্যে দুটি পড়েছে মার্কিন দূতাবাসের খুব কাছে।
গ্রিন জোন উচ্চ নিরাপত্তাসম্পন্ন এলাকা। এখানে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংসদ, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি প্রভাবশালী দেশের দূতাবাস রয়েছে।
মঙ্গলবার দিনের শেষ ভাগে বাগদাদের বাইরে জাফারানিয়া জেলা থেকে রকেট তিনটি ছোড়া হয় বলে জানিয়েছে রয়টার্স।
বাগদাদে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি মারা যাওয়ার পর গ্রিনজোনে ধারাবাহিকভাবে এমন হামলা চালানো হচ্ছে। এলাকাটির নিরাপত্তা ব্যবস্থা বেশ শক্ত হওয়ায় মূল ভবনে আঘাত হানতে পারছে না অজ্ঞাত হামলাকারীরা।
আমেরিকা এসবের জন্য ইরান-সমর্থিত আধাসামরিক সেনাদের দায়ী করলেও কেউ এখনো পর্যন্ত দায় স্বীকার করেনি। পাওয়া যায়নি কোনো হতাহতের খবরও।
135 total views, 1 views today