সমুদ্রে বন্ধুর সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন মুহম্মদ ইদুল। তখন পানি থেকে লাফিয়ে উঠা একটি মাছের আঘাতে তার ঘাড় ছিদ্র হয়ে যায়। সেই অবস্থাতেই তিনি সাঁতরে তীরে পৌঁছে হাসপাতালের দিকে ছোটেন। এভাবেই নিজের সঙ্গে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনার বর্ণনা দিচ্ছিলেন ইন্দোনেশিয়ার এই কিশোর।
সূচের মত তীক্ষ্ণ মাথার একটি ‘নীডলফিশ’ সমুদ্র থেকে লাফিয়ে উঠে ১৬ বছর বয়সী মুহম্মদ ইদুলের ঘাড় এফোঁড়-ওফোঁড় করে ফেলে এবং সেই মাছের ধাক্কায় নৌকা থেকে পানিতে পড়ে যান তিনি। জীবন বাঁচাতে ওই অবস্থাতেই তীরের দিকে সাঁতার শুরু করেন এবং তীরে পৌঁছে হাসপাতালের দিকে দৌড় শুরু করেন।
মুহম্মদ ইদুল যে হাসিখুশি অবস্থায় বেঁচে আছেন এবং সবাইকে তার গল্প বলতে পারছেন, সেই কৃতিত্বের অধিকাংশই তার উপস্থিত বুদ্ধি সম্পন্ন বন্ধু ও হাসপাতালের যত্নশীল চিকৎসকদের পাওনা।
ওই ঘটনার পাঁচদিন পর মুহম্মদ ইদুল বন্ধু সার্দির সঙ্গে রাতে মাছ ধরতে সমুদ্রে যাওয়ার পরের ঘটনা বিবিসিকে জানান।
140 total views, 1 views today