সিনেটে নতুন সাক্ষী ডাকাসহ আরও প্রমাণ হাজির করার জন্য বিরোধী ডেমোক্র্যাটরা যে প্রস্তাব তুলেছিলেন শেষমেষ তা ধোপে টেকেনি। ডেমোক্র্যাটরা মাত্র একজন সিনেটরেকে নিজেদের পক্ষে আনতে না পারায় রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ট্রাম্পের অভিশংসন তদন্তের জন্য নতুন সাক্ষী ও প্রমাণ হাজিরের বিপক্ষে প্রস্তাব পাস হয়েছে।
গোটা সপ্তাহ ডেমোক্র্যাটরা চতুর্থ একজন রিপাবলিকান সিনেটরের সমর্থনের অপেক্ষায় ছিলেন। মোট চারজন রিপাবলিকানের সমর্থন পেলেই তাদের পক্ষে ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে সাক্ষী হিসেবে সিনেটে হাজির করা যেত। কিন্তু তিনজন রিপাবলিকান তাদের পক্ষে ভোট দিলেও চতুর্থজন পাওয়া যায়নি।
137 total views, 1 views today