রংপুরে ৩ দফা দাবি আদায়ে মটর মালিক সমিতি ধর্মঘটের আলটিমেটাম দিয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারীর মধ্যে দাবি পুরণ না হলে পরদিন থেকে জেলায় সর্বাত্মক ধর্মঘটের ঘোষনা দেয়া হয়।
রোববার, ২ ফেব্রুয়ারি দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে আয়োজিত জেলার বাস ট্রাক ট্যাংকলরি মালিক ও শ্রমিক সংগঠনের যৌথ সভায় ধর্মঘটের এই আলটিমেটাম দেয়া হয়।
রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ন সম্পাদক ও রংপুর বিভাগ সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য সচিব এ কে এম আজিজুল ইসলাম রাজু এ ঘোষণা দেন।
সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা মটর মালিক সমিতির কোষাধ্যক্ষ আখলাক হোসেন সুইট, সহঃ সড়ক সম্পাদক মোতালেব হোসেন বাদল, দপ্তর সম্পাদক মোজাহারুল আজম চৌধুরী, জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের দাবিগুলো মানা যৌক্তিক হলেও প্রশাসন বিভিন্ন সময় শুধু টালবাহানা করে আসছে।
404 total views, 1 views today