উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে মাদারীপুরে শেষ হলো তিন দিনের সরস্বতী পূজা।
পূজার শেষদিন রাতে দর্শকদের আলাদাভাবে আনন্দ উপহার দেয়ার জন্য এবারো জমকালো আয়োজন করা হয়।
আয়োজকরা ট্রাক ও পিকআপ ভ্যানে উচ্চস্বরের শব্দযন্ত্র তোলে, তার সাথে আলোকসজ্জা।

গান ও বাদ্যযন্ত্রের তালে তালে নাচতে থাকে দর্শকরা। অল্প সময়ের জন্য পুরো শহর জুঁড়ে সৃষ্টি হয় আনন্দ-উৎসব।
197 total views, 1 views today